সদ্য সমাপ্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকার ভোট চুরি করেছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। তবে জনজোয়ারের কাছে সরকার টিকতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৭ মে) ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘গাজীপুর সিটিতে নৌকার ভরাডুবি হয়েছে। মানুষ নৌকার বিকল্প ভালো প্রার্থী খোঁজে। তাই জনগণ একজন গৃহিণীকে বিপুল ভোটে জয়ী করেছে। সরকার ইভিএম পদ্ধতিতে ভোট চুরি করে জনজোয়ারের কাছে টিকতে পারেনি।
বিএনপি নেতা বলেন, ‘১৯৯৬ সালে খালেদা জিয়ার মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তখন বিরোধী দলীয় প্রধানের (শেখ হাসিনা) দাবি ছিল- তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবো না। এনিয়ে আন্দোলন সংগ্রামও করেছিলেন। সেই তিনিই দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এখন ভোট ডাকাতি করছেন। তাই আমরাও বলি- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট ডাকাতদের অধীনে কোনো নির্বাচনে যাবো না। কারণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি মনোনীত কলাগাছও বিপুল ভোটে জয়ী হবে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে। কিন্তু তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনা ও কর্মতৎপরতা গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা প্রশংসনীয়।’
এ সময় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি, নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় নির্দেশনা পালনের আহ্বান জানান মিন্টু।
বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল ১০টায় শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক চান, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বরিশাল মহানগর যুবদল সভাপতি তছলিম উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ পিপলু ও ন্যাশনাল ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান আবু তাহের।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে জনসমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজুল হক, সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, নলছিটি উপজেলা সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিরবহর, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, মহিলা দল সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, তাতিদল আহ্বায়ক বাচ্চু হাসান খান, স্বেচ্ছাসেবকদল সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু প্রমুখ।