• বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

আমরা ভোটে পরাজিত হয়নি, হেরেছি ষড়যন্ত্রের কাছে, হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে।

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ মে, ২০২৩

বরিশালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গাজীপুরের নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আরও অনেক কিছু আমাদের জানার আছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আমরা জানি এ নির্বাচনে (গাজীপুর সিটি নির্বাচন) জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে পরাজিত হয়নি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে, আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশালে বিজয়ী হতে নির্বাচনী কৌশল পালটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভোটারের কাছে যাব। সরকারের উন্নয়নের কথা বলে নৌকায় ভোট দিতে বলব।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বরিশাল মহানগর ও জেলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতাদের সমন্বয়ে এ মতবিনিময় হয়।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমাদের শপথ নিতে হবে- বিশ্বাসঘাতকদের বিপক্ষে আমরা সব সময় সোচ্চার থাকব, ঐক্যবদ্ধ থাকব। যেকোনো মূল্যে বিশ্বাসঘাতকদের দাঁতভাঙা জবাব বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আমরা দিতে চাই।

যুবলীগের কর্মীদের উদ্দেশে বাহাউদ্দিন নাছিম বলেন, যুবলীগের কর্মীদের ওয়ার্ডভিত্তিক নয় কেন্দ্রভিত্তিক প্রচারণা চালাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সভার সঞ্চালক কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ। সভায় বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ