• বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:

বাজেটে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ জুন, ২০২৩

২০২৩-২৪ বাজেটের ফলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ১৫ বছরে আমরা পিছলে পড়ি নাই। আর পড়বো না ইনশাল্লাহ। অনেকেই বলছে এবারের বাজেট উচ্চ বিলাসী। আমাদের জাতীয় গ্রোথ এবারও ৬ শতাংশ ছিল। আমরা এ বাজেটে ৭ শতাংশের টার্গেট নিয়ে এগিয়ে যাবো।

শনিবার (৩ জুন) সকালে টাঙ্গাইলের মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এবার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ ও পল্লী বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করার জন্যে এ বছর বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াকুব আলী, খন্দকার আব্দুল গফুর মন্টু সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সমিতির সাধারণ সম্পাদক শামীমসহ অন্যান্যরা। এসময় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ