১৪ দফা দাবি আদায়ে আজ রোববার ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রোডমার্চ শুরু করবে গণতন্ত্র মঞ্চ। রোডমার্চ শুরুর আগে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করবে সংগঠনটি।
গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডমার্চের বিস্তারিত তুলে ধরা হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীন জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই রোডমার্চের ডাক দেওয়া হয়েছে। ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে ৪ থেকে ৭ জুন পর্যন্ত এ রোডমার্চ করা হবে।
রোববার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রোডমার্চের যাত্রা শুরু হবে। বেলা ১১টায় গাজীপুর চৌরাস্তায় এবং বিকেল ৪টায় টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ হবে।
পরদিন সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জের শহীদ মিনারসংলগ্ন মুক্তি সোপানে এবং বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ হবে। আর মঙ্গলবার ৬ জুন একই সময়ে সকালে প্রথমে বগুড়ার সাতমাথায় এবং বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ করবে সংগঠনটি।
শেষদিন বুধবার বেলা ১১টা ও বিকেল ৪টায় পর্যায়ক্রমে দিনাজপুরে ইনস্টিটিউট চত্বরে এবং রংপুরে টাউন হল চত্বরে সমাবেশ হবে। এ ছাড়া রোডমার্চের সময় অনির্ধারিত পথসভাতেও নেতারা বক্তব্য রাখবেন।