আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ায় বিএনপির রাজনীতি বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শুক্রবার বিকাল ৫টার দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধামরাই বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, সহ-সভাপতি আলী খান, পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের কঠোর বিচার এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।