• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ জুন, ২০২৩

‘অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট’ সমাধানের দাবিতে ১৯ জুন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সেইসঙ্গে গত ৪ থেকে ৭ জুন পর্যন্ত দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোডমার্চে বিভিন্ন জায়গায় ‘ক্ষমতাসীন দলের হামলা’র প্রতিবাদে সোমবার (১২ জুন) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জোটটি।

রবিবার (১১ জুন) সকালে পুরানা পল্টনের মেহরাব প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ১৯ জুন বেলা ১১টায় আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবো। এছাড়া রোড মার্চে হামলা ও বাধার প্রতিবাদে আমরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবো।’

দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোড মার্চে ‘হামলা ও বাধা প্রদান’-এর অভিযোগ তুলে ধরে সাইফুল হক বলেন, ‘ওইসব হামলার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ সরকার এখন এক গণআতঙ্কে ভুগছে। ক্ষমতা হারানোর ভয়ে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিলেও তারা বেসামাল হয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, কামাল উদ্দিন পাটোয়ারী, শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার, শাহনাজ রানু, কাজী মো. নজরুল, বহ্ণি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ