• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

নির্বাচনকালীন সরকার হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ জুন, ২০২৩

সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টর্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে প্রধানমন্ত্রীর মহানুভবতায় দণ্ড স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কারণ তার আবেদনে বলা হয়েছে, তিনি অসুস্থ। এখন সুস্থ হলে আগে তাকে বাকি সাজা খাটতে হবে।

মার্কিন ভিসা নীতি বিষয়ে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ