ছোটপর্দার বড় তারকা আফরান নিশো নাটক, টেলিফিল্মের পাশাপাশি ওয়েব ফিল্মে নিজের জাত চিনিয়েছেন। তাকে ঘিরে অনুরাগীদের প্রত্যাশা ছিল আরও বেশি। অনেকদিন ধরেই নিশোকে বড়পর্দায় দেখার ইচ্ছা পোষণ করছিলেন তারা। প্রত্যাশা পূরণ হতে চলেছে। এবার ঈদে নিজের প্রথম ছবি ‘সুড়ঙ্গে’র মাধ্যমে বড়পর্দার জৌলুস বাড়াবেন এ তারকা।
নিশোর প্রথম ছবি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত তার অনুরাগীরা। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় তা। ‘সুড়ঙ্গে’র টিজার, গান নিয়ে তাদের মাতামাতির শেষ নেই। এবার ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তা দিলেন নিশো। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি জানালেন তিনি হুট করে আসেননি, স্ট্রাগল করে এসেছেন।
নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া ওই ভিডিওতে নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ, আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’ এ সময় কাজের প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন, ‘গুড কম্পিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিনশেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।
তিনি অনুরাগীদের ভালোবাসার জবাবে বলেন, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়? আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনো। অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে বা স্বীকার করে নেয়—আমি মনে করি, তাদের মধ্যে ব্লেসিংস আছে। সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শিকড় ভুলে যাওয়াটা উচিত না। শিকড়ের কথা বলা উচিত বারবার।
এ অভিনেতা বলেন, ‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ, এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি, আমাকে কষ্ট করতে হবে। আমি জানি, পথ এত সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। আমি জানি, আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈতৃক সম্পতিতে খুব বেশি এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে ওঠা, এটা কখনো আমি ভুলি না।’
‘সুড়ঙ্গে’ নির্মাণ করেছেন রায়হান রাফী। এটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নিশো। তার বিপরীতে আছেন তমা মির্জা। ঈদে মুক্তি পাবে ছবিটি।