কলকাতা, ০৩ জুলাই – অবশেষে সেই মুহূর্ত আসছে। কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পা রাখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেখানে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কলকাতায় পা রাখার আগে বাংলাদেশে প্রায় ১১ ঘণ্টার সফর করছেন মার্টিনেজ।
তবে ঢাকায় অবস্থান করলেও সংক্ষিপ্ত এই সফরে তিনি বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছেন না। কারণ, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সফরসূচিতে।
যে কারণে কিছুটা মন খারাপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। তবে তিনি কথা দিয়েছেন যে, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।