কয়েকদিন আগে হঠাৎ ক্রিকেট পাড়ায় খবর, টেস্ট খেলতে চান না তাসকিন আহমেদ। ঠিক কী কারণে বা কেন এমন সিদ্ধান্ত দেশসেরা এ পেসারের, তা নিয়ে নানা মত আর ভাবনা উড়ে বেড়াতে শুরু করে। তবে এবার মুখ খুললেন তাসকিন নিজেই, জানালেন কেন অনীহা সাদা পোশাকের ক্রিকেটে।
চোট, ছন্দহীনতা, নিষেধাজ্ঞা; অনেক চেষ্টা করেও ক্রিকেটে নিয়মিত হতে পারেননি তাসকিন আহমেদ। বিশেষ করে টেস্ট ক্রিকেট থেকে একটুখানি দূরত্ব বরাবরই ছিল তার। এবার চেষ্টায় ছিলেন তা কমিয়ে আনতে। তবে তা আর হলো না, টেস্ট থেকে দীর্ঘ মেয়াদের ছুটি নিচ্ছেন তাসকিন।
কারণটা সেই ‘চোট।’ কাঁধের যে পুরনো চোটে ভুগছেন তাসকিন, তার ভয়বহতা থেকে দূরে থাকতেই তাসকিনের টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকা। বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটাই জানান তিনি।
তাসকিন বলেন ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল। সর্বশেষ এমআরআই যখন করেছিলাম বিশ্বকাপের সময়। এখনো ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকতে হবে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’
গত বছর জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তাসকিন। এবার তার সময়সীমা আরো বাড়তে যাচ্ছে বলেই ধারণা। যদিও বিসিবি এখনো নিজেদের অবস্থান পরিস্কার করেনি। বিপিএলের পর এই নিয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তাসকিন বলেন, ‘বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’
এদিকে সমালোচকদের একাংশের দাবি, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলতেই তাসকিনের এমন সিদ্ধান্ত। তবে তাসকিনের উত্তর, ‘আমি বোর্ডকে জানিয়েছি যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়, যদি আগামীতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব টেস্ট খেলার। তবে টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। কারণ মেডিক্যাল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লোকানোর কিছু নেই।