• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

দেয়াল চাপা রাজধানীতে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও জোড়পুকুর এলাকায় পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল চাপা পড়ে ইউনুস (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে মো. সেলিম জানান, তার বাবা দিনমজুরের কাজ করেন। ঠিকাদারের মাধ্যমে খিলগাঁও জোড়পুকুর এলাকায় একটি পুরাতন ভবন ভাঙার কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় একটি দেয়ালের অংশ তার শরীরের উপর পড়ে।

এতে গুরুতর আহত হওয়া ইউনুসকে সহকর্মীরা উদ্ধার করে সঙ্গে সঙ্গে মুগদা মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলায়। বর্তমানে নন্দিপাড়া এলাকায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ