• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪০ মুসল্লি নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ৪০ মুসল্লি নিহত হয়েছেন। নিহতরা দেশটির উত্তরাঞ্চলীয় সামিনাকা শহরে ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন উদযাপন করতে যাচ্ছিলেন।

পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ঈদে মিলাদুন্নবী উদযাপনের একজন সংগঠক জানিয়েছেন, লেরে শহরের কাছে তাদের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে এগিয়ে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

বিবিসি বলছে, নাইজেরিয়ায় সড়কে মারাত্মক দুর্ঘটনা ও সংঘর্ষ খুবই সাধারণ ঘটনা। ড্রাইভার এবং যাত্রী উভয়ই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনে জড়িত থাকেন। এছাড়া নিরাপত্তা বিধিনিষেধও শিথিলভাবে প্রয়োগ করে থাকে কর্তৃপক্ষ।

কাদুনা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা সোমবার মৃতের সংখ্যা ৩৬ বলে জানিয়েছেন। তবে অনুষ্ঠানের সংগঠক আহমেদ দয়াবু বিবিসিকে জানান, ৪০ জনের মানুষের মৃত্যু হয়েছে এবং আরও ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘তারা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাওয়ার জন্য যাত্রা করেছিলেন। পথিমধ্যে লেরে শহরে পৌঁছানোর পর তাদের গাড়িটির সঙ্গে একটি ট্রেলার ট্রাকের সংঘর্ষ হয়। আমাদের তদন্ত অনুযায়ী, সেই দুর্ভাগ্যজনক গাড়িতে ৭১ জন ছিলেন।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে নাইজেরিয়া জুড়ে সড়ক দুর্ঘটনায় ১৪৭০ জনেরও বেশি লোক মারা গেছেন। মূলত প্রতিদিন গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন। সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ