• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:

তাবিথ আউয়াল বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা আগেই জানিয়েছিলেন তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। তাবিথের পক্ষে ফরম সংগ্রহ করেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

বুধবার (৯ অক্টোবর) মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে সভাপতি পদে ফরম নেননি কেউ। তবে সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান, সহসভাপতি পদে চারজন ও সদস্য পদে ২০টি ফরম বিক্রি হয়।

তাবিথের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের পর শাহীন বলেন, ‘তিনি (তাবিথ আওয়াল) নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। তাছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।

এদিকে সভাপতি পদে তরফদার রুহুল আমিন প্রার্থিতা ঘোষণা করেছিলেন। কিন্তু নির্বাচনী মাঠে তার কোনো তৎপরতা দেখা যায়নি। গুঞ্জন আছে তিনি নির্বাচন না-ও করতে পারেন। শেষ পর্যন্ত তিনি কোন পথ বেছে নিয়েছেন সেটি চূড়ান্ত করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ