নড়াইল সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের এক নারী (৫০) ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে তার মরদেহ নড়াইলে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। ওই নারী নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন।
নিহতের ছেলে অভিযোগ করেন, গত মঙ্গলবার টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল পাওনা টাকা দেওয়ার জন্য ওই ইউপি সদস্যকে ফোন করেন। এরপর তিনি টাকা আনতে তার ইউনিয়নের এক বাড়িতে গেলে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সেখান থেকে বাড়ি ফিরলে কয়েক বার বমি করেন তিনি। অসুস্থতা বাড়লে বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘‘যশোর কোতয়ালী থানা পুলিশ আমাদের বিষয়টি জানিয়েছে। ওই নারী ইউপি সদস্যের পেটে বিষের ট্রেস এবং জোরপূর্বক শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’