• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক কিশোরী। সোমবার (২০ জানুয়ারি) প্রেমিক সােহেল উদ্দিনের বাড়িতে অবস্থান নেন তিনি।

প্রেমিক সোহেল উদ্দিন (২৫) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের নবীর উদ্দিনের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে কিশোরীর এক স্বজন জানান, মাদরাসায় যাওয়া আসার পথে কিশোরীকে দেখে প্রেমের প্রস্তাব দেন সোহেল। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে উত্যক্ত করতে শুরু করেন সোহেল। এক পর্যায়ে বাধ্য হয়ে সোহেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন কিশোরী। কয়েক মাসের মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সোহেল। এসময় সোহেল অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তুলে মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এরই এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয় মেয়েটি। পরে গর্ভের সন্তান নষ্ট করতে মেয়েটিকে চাপ দিতে শুরু করেন সোহেল। রাজি না হওয়ায় সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন সোহেল।

ভুক্তভোগী কিশোরী আত্মহত্যার হুমকি দিয়ে বলেন, “সোহেলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি দেড় মাসের অন্তঃসত্ত্বা। পেটের সন্তান নষ্ট করতে সোহেল আমাকে মেডিসিন দেয়। মেডিসিন না খাওয়ায় সে আমাকে মারধর করে। একপর্যায়ে বিয়ে করবে না বলেও জানিয়ে দেয়। এখন যদি সে আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করব।

অভিযুক্ত সোহেল সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা। বিয়ের বিষয়ে কথা চলছে।

মো. নুর নবী নামে স্থানীয় বাসিন্দা বলেন, “মেয়েটি দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছে। মেয়েটি আসার খবর পেয়ে সোহেলের পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। মেয়ের দাবি, হয় বিয়ে করতে হবে, না হলে তিনি আত্মহত্যা করবেন।”

স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন বলেন, “বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছি। সমাধান না হলে ভুক্তভোগী ও তার পরিরবার আইনগত ব্যবস্থা নেবেন।”

হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, “বিষয়টি শুনেছি। পুলিশের একটি দল ওই এলাকায় গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ