নওগাঁ প্রতিনিধিঃ- আজ (১ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে ইউনিয়নের কুসুম্বা মোড়ে’বি এন পির এক শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এনামুল হক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক মুকুল, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ডি এম মালেক, যুগ্ন আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের অব্যয়ক শহিদুজ্জামান সালেক , উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম চৌধুরী ,সাধারণ সম্পাদক গুলজার রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মরহুম সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের জন্য মোনাজাত করা হয়।