• বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

একসঙ্গে জুটি বাঁধছেন জিৎ-প্রসেনজিৎ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

‘খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার’- এরপর বাংলায় ‘জিৎ-প্রসেনজিৎ’ জুটির নতুন ছবির আভাস দিলেন টলিউডের ‘বুম্বাদা’। খুব শিগগিরই সুখবর দিতে চলেছেন দুই তারকা সেটাও বলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘নেটফ্লিক্স’-এর ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের প্রচারে কলকাতায় প্রথমবার একসঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাকি শিল্পীরাও।

এদিন ‘বুম্বাদা’ বলেন, ‘‘জিতের প্রযোজনা সংস্থায় ‘আয় খুকু আয়’ ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। আমরা প্রত্যেক সপ্তাহে ফোনে কথা বলতাম এবার একসঙ্গে কিছু করা উচিত। এই কাজটাই হয়তো প্রথম হওয়ার ছিল। এই কাজের সঙ্গে বাংলার যোগাযোগ আছে, কলকাতাতেই আমরা প্রথম দিনে শুটিং করি।

জিতের কথায়, ‘আমার মনে হয় একসঙ্গে এই কাজটা হওয়া আসলে নিয়তিতে ছিল। সবকিছুর একটা সময় থাকে, তাই এই সময়েই হলো।

জিতের কথা শেষ হতেই প্রসেনজিৎ বলে ওঠেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে আসছি খুব শিগগিরই, গোপাল তুমি তৈরি থাকো।’

গোপাল অর্থাৎ জিতের দাদা গোপাল মদনানীকেই এই কথা বলেন প্রসেনজিৎ। কারণ জিতের প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার গোপাল মদদানী।

অন্যতম প্রযোজককে ইঙ্গিতপূর্ণ এই কথা বলে বুঝিয়ে দিলেন পরবর্তী ছবির ভাবনাচিন্তা ইতিমধ্যেই হয়তো শুরু করে দিয়েছেন তারা। টলিউডের এবার জিৎ-প্রসেনজিৎ জুটির ম্যাজিক কোন গল্প বলবে, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ