• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

তিতুমীরের শিক্ষার্থীদের আজও ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে আজ টানা ১১ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।

সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
তবে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। গতকাল দুপুরে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনকারীদের অন্যতম আলী আহমদ। তিনি বলেন, ‘ইজতেমার আখেরি মোনাজাতে সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের (গতকাল রবিবার) জন্য রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি।

কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান এই কর্মসূচির নাম দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। এত দিন সাত দফা দাবি জানালেও শনিবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের এক দফা জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ