• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেক্সিমকো হার মানিয়েছে রিজার্ভ চুরিকেও: শ্রম উপদেষ্টা টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরলেন তাসকিনরা আশ্বাসে প্রত্যাহার সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আমরা এমন কিছু করছি না ঐক্যের বিভেদ হবে : রিজভী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে : ইসি সানাউল্লাহ দাবি মেনে নেওয়া হয়েছে রেলকর্মীদের, আরো যৌক্তিক বিবেচনা করা: অর্থ উপদেষ্টা সৌদি থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ বাসে ভ্রমণ করতে পারবেন ট্রেনের টিকিটের যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করে টাকা ফেরত নিলেন যাত্রীরা

সোমবার থেকে ‘ঢাকা অবরোধের’ ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর এবার ঢাকা অবরোধের ঘোষণা দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার দিনগত রাত ৩টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে ঢাকা অবরোধে নামবেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি। উল্টো ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’

তিনি বলেন, ‘আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি। সব শেষ ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। এর প্রতিবাদে আমরা নীলক্ষেত তোরণের নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।’

এই শিক্ষার্থী দাবি করেন, ‘সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মামুন আহমেদের বিচার করতে হবে।

আব্দুর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ (সোমবার) সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধ করা হবে। সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন।

এর আগে রবিবার রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। সেখান থেকে আরো শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।

এরপর রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে তাদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ