রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধরা উপস্থিতি হয়। এ সময় তারা ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা ৩২ নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়।