• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ধানমন্ডি ৩২ নম্বরের বেজমেন্ট থেকে সরানো হচ্ছে পানি গাজীপুরের গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য দাক্ষিণখান বিমানবন্দরে স্বর্ণ পাচারকালে বেবিচকের নিরাপত্তাকর্মী আটক ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে শাহবাগ অবরোধ ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ক্যারিবিয়ান সাগরে. সুনামি সতর্কতা জারি মোটরসাইকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, আহত ১ আমরা দেশে মেজরিটি-মাইনরিটি মানি না, ডা. শফিকুর প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশ গঠনে সংস্কার কমিশনের সুপারিশ

তালিকায় যুক্ত হচ্ছেন ৫০ লাখ নতুন ভোটার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ।
চলমান হালনাগাদ কার্যক্রমে ৫০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।

ইসি সচিব বলেন, সোমবার (৩ পর্যন্ত) বাদ পড়া ভোটার বাড়ানোর হার ২ দশমিক ৪৪ শতাংশ। অতীতে যারা ভোটার হতে পারেনি তাদের হার এটা। আর নতুন যারা ভোটার হবেন ২০২৬ সালের ১ জানুয়ারি তাদের হার হলো ১ দশমিক ৪৫ শতাংশ। মোট বাড়ানোর হার সেই হিসাবে ৩ দশমিক ৯ শতাংশ। মৃত ভোটার কর্তন হয়েছে ১৫ লাখ ২৩ হাজার। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) এই ডাটা পরিবর্তন হবে। গতবারের চেয়ে এখনো পর্যন্ত কম। কেন কম তা নির্দিষ্টভাবে বলা মুশকিল। এখনো মাঠ থেকে ফিডব্যাক কম। আমরা বাড়ি বাড়ি যেতে পেরেছি কি না, না পারলে কী সীমাবদ্ধতা ছিল খুঁজে বের করার চেষ্টা করবো।

তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা অনেকের বাড়িতে গিয়েছেন, না পাওয়ায় ফোন নম্বর দিয়ে গেছেন৷ তবে যেখানে যেতে পারিনি, সেটা নিয়ে আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বাদ পড়া ভোটাররা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন সরাসরি নিবন্ধন কেন্দ্রে গিয়ে। এছাড়া অনলাইনে এরপরেও তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে। যারা দায়িত্ব অবহেলা করেছেন, জানার চেষ্টা করবো কেন যাননি। তাহলে সেই ক্রটি পূরণের চেষ্টা করবো৷ নারী ভোটারের সংখ্যা এবার বেড়েছে। বাদ পড়াদের মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১৬ লাখ অন্তর্ভুক্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ