• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

আবারো রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফের সামনে এসেছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতাকে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

এসময় ‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’,‘পদত্যাগ পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি শ্লোগান দিতে দেন উত্তেজিত ছাত্র-জনতা।

শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে দেওয়া হয়। এর পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি।

এদিন ৩২ নম্বরের বাড়িটি ভাঙার সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবি সামনে এনে নানা স্লোগান দিতে থাকেন ছাত্র-জনতা।

এর আগে গত অক্টোবর মাসে দৈনিক মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর তার পদত্যাগ দাবিতে সরব হয় শিক্ষার্থীরাসহ নানান সংগঠন। ওই সময়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ