ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তিকে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। তিনি বলেন, “কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান ১০টি যুদ্ধ করতেও প্রস্তুত।”
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে প্রবীণ ও নাগরিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পাক সেনাপ্রধান বলেন, “জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকলেও, পাকিস্তান ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে কাশ্মীরি ভাইদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে। প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করতেও প্রস্তুত। পাকিস্তান কখনো ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তির কাছে মাথানত করবে না।”
কাশ্মীরকে পাকিস্তানের অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে জেনারেল মুনির বলেন, “শিরা কেটে গেলে যেমন মানুষের মৃত্যু ঘটে, তেমনই কাশ্মীর আমাদের জীবন। এটি একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।”
এসময় তিনি পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবেও উল্লেখ করেন। তাঁর এই বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।