• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

বিমানবন্দর স্টেশনে ট্রেন যাত্রী জন্ম দিলেন ফুটফুটে শিশু

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক প্রসূতি যাত্রী সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা আক্তার (২২) নামের ওই রেলযাত্রী সন্তান প্রসব করেন বলে জানান রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি জানান, ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার (২২) নামে ওই নারী। বিমানবন্দর রেলস্টেশনে আসার পর দুপুর সাড়ে ১২টার দিকে তার প্রসব বেদনা ওঠে। তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ