• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ধানমন্ডি ৩২ নম্বরের বেজমেন্ট থেকে সরানো হচ্ছে পানি গাজীপুরের গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য দাক্ষিণখান বিমানবন্দরে স্বর্ণ পাচারকালে বেবিচকের নিরাপত্তাকর্মী আটক ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে শাহবাগ অবরোধ ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ক্যারিবিয়ান সাগরে. সুনামি সতর্কতা জারি মোটরসাইকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, আহত ১ আমরা দেশে মেজরিটি-মাইনরিটি মানি না, ডা. শফিকুর প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশ গঠনে সংস্কার কমিশনের সুপারিশ

মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ৪৯ মেডিকেল পরীক্ষার্থীর সনদ যাচাইয়ে সাড়া দেননি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হওয়ার পর সনদ যাচাইয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হননি ৪৯ জন শিক্ষার্থী। আগামী ২ ফেব্রুয়ারি তাদেরকে প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ওইদিন সনদ যাচাইয়ে না গেলে তারা কোটার দাবিদার না বলে গণ্য করা হবে।

মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ে শেষ দিন ছিল আজ। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এর আগে, ২৩ ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর (পার্বত্য জেলার উপজাতীয় ও অ-উপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয়) কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদপ্তর। সেখানেও অনুপস্থিত ছিলেন ১০ জন।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, গতকাল (২৮ জানুয়ারি) মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন ও মাইগ্রেশন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিক্যাল কলেজে সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণক যাচাই-বাছাই চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ