• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

অনিয়মের অভিযোগে নওগাঁ হাসপাতালে তালা দিয়ে প্রতিবাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা হাসপাতাল ঘেরাও কর্মসূচি পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আজ মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরর শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, ৫ আগস্টের পর থেকে হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়ম বন্ধে উদ্যোগ না নিয়ে বরং হীরক জয়ন্তী পালন নিয়ে ব্যস্ত রয়েছে।

এর আগে শিক্ষার্থীরা হাসপাতালের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানে বক্তারা হাসপাতালের সার্বিক অনিয়ম ও অব্যবস্থাপনার কড়া সমালোচনা করেন। তারা বলেন, হাসপাতালের বিভিন্ন ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে, রোগীরা সঠিক সেবা পাচ্ছে না এবং হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য বাড়ছে। এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন উদাসীন। শিক্ষার্থীরা জানায়, তারা বাধ্য হয়ে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাধান না হবে, ততক্ষণ এটি খোলা হবে না। তারা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তবে ঘটনার সময় তত্ত্বাবধায়ক তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বিষয়টি জানার পর হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন, তবে তারা স্পষ্ট জানিয়ে দেন যে যথাযথ প্রতিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় আন্দোলনে নেতৃত্ব দেন মো. ফজলে রাববী, এম এ হাসিব চৌধুরী, শাফিউল ইসলাম ও সাদমান সাকিবসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের দাবি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ ন্যায়সঙ্গত এবং তারা হাসপাতালের সেবার মানোন্নয়ন চান। স্থানীয়দের মতে, হাসপাতালের সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। আগেও এ নিয়ে নানা অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে প্রশাসন কিছু পদক্ষেপ নিতে পারে বলে আশা প্রকাশ করেন অনেকে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। তবে আন্দোলনকারীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ