সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় এক ব্যবসায়ীর পথরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে নিয়েছে। পাশাপাশি বগুড়ার সোনাতলায় চুরি, ছিনতাই ও ডাকাতি আশংকা জনক হারে বেড়েছে। আতংকিত ওই উপজেলার গ্রামগঞ্জের মানুষেরা। এদিকে গত ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ মামলাটি রেকর্ড করেনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ব্যবসায়ী আতাউর রহমান আপেল (৪২) গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টার সময় তার এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মহিষাবাড়ী ও পুগলিয়া গ্রামের মাঝামাঝি পৌছিলে দুর্বৃত্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র ও ককটেল বিস্ফোরন করে তার নিকট থেকে নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় দুর্বৃত্তরা তাকে হাতুর দিয়ে তার মাথায় ও ডান হাতে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। সে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে গত সোমবার দিবাগত রাতে সোনাতলা থানায় মামলা দায়ের করা হলেও অদ্যবধি রেকর্ড হয়নি বলে আপেলের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব অভিযোগ করেন।
এ বিষয়ে ব্যবসায়ী আতাউর রহমান আপেল বলেন, দুর্বৃত্তরা ছিনতাইকালে তার নিকট থেকে দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।