• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিতে আহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি রামপুরা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন স্বজনেরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জুয়েল বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে। বর্তমানে পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন।

আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মহসিন বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় জুয়েলসসহ আমরা কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। এ সময় ৪ থেকে ৫টি মোটরসাইকেলে ৮ থেকে ১০ জন যুবক এসে জুয়েলের কাছে জানতে চান হিমেল নামে কাউকে চেনে কিনা। উত্তরে জুয়েল জানায়- এ নামের কাউকে সে চিনে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকেরা জুয়েলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রামপুরা থেকে রাতের দিকে ওই ব্যক্তিকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। আমরা ওই যুবকের কাছে জানতে পেরেছি তিনি রামপুরা থানা বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। দুর্বৃত্তরা তাকে গুলি করেছে বলে তিনি জানিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ