• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে সৌদি আরবে সমবেত হয়েছেন আরব নেতারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের বিতাড়িত করে ভূখণ্ডটি নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে এবং গাজার পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়নের জন্য আরব নেতারা আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সৌদি আরবে সমবেত হয়েছেন।

সৌদি আরবের রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উমর করিম এই শীর্ষ সম্মেলনকে বৃহত্তর আরব বিশ্ব এবং ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশকের মধ্যে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার এবং সেখানে বসবাসকারী ২৪ লাখ গাজাবাসীকে প্রতিবেশী মিশর ও জর্ডানে স্থানান্তরিত করার ঘোষণা দিয়ে ট্রাম্প আন্তর্জাতিক ক্ষোভের সৃষ্টি করেছেন।

সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বলা হচ্ছে, ট্রাম্পের পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড পরিচালনা এবং এর পুনর্গঠনের জন্য কীভাবে অর্থায়ন করা হবে তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়ে গেছে।

ইসরায়েল এবং হামাসের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজা উপত্যকা মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ সম্প্রতি অনুমান করেছে, গাজা পুনর্নির্মাণে ৫৩ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে।

গত ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সাথে সাক্ষাতের সময় জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, মিশর এগিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করবে।

সৌদি সূত্রটি জানিয়েছে, আলোচনায় বাদশাহ যে ‘মিশরীয় পরিকল্পনার একটি সংস্করণ’ উল্লেখ করেছেন তা নিয়ে আলোচনা করা হবে।

সৌদি প্রেস এজেন্সি একজন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার নিশ্চিত করেছে, মিশর এবং জর্ডান উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় সদস্য দেশের সঙ্গে রিয়াদ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছে।

এতে আরও বলা হয়েছে, ‘অনানুষ্ঠানিক ভ্রাতৃত্বপূর্ণ বৈঠকে’ গৃহীত সিদ্ধান্তগুলো আগামী ৪ মার্চ মিশরে অনুষ্ঠিতব্য জরুরি আরব লীগের শীর্ষ সম্মেলনের আলোচ্য সূচিতে উপস্থাপন করা হবে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

এর আগে, এক সৌদি সূত্র এএফপিকে জানিয়েছিল, ফিলিস্তিনি কর্তৃপক্ষও আলোচনায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ