• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

সাবেক গভর্নর আতিউর-বারকাতসহ ২৭ জনের নামে মামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
মামলাআতিউর রহমান ও আবুল বারাকাত

এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৭ জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং খ্যাতনামা অর্থনীতিবিদ আবুল বারকাতসহ মোট ২৭ জন রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। ২০২২ সালে এই সংক্রান্ত ঋণে অনিয়ম তদন্ত করে দুদক। তখন দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ