• শনিবার, ০১ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

হুথি নতুন করে হুঁশিয়ারি দিলো ইসরায়েলকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ মার্চ, ২০২৫

ইয়েমেনে হুথি বিদ্রোহীর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সামরিক ফ্রন্টে হস্তক্ষেপ করবে।

আব্দুল-মালিক আল-হুথি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইসরায়েলের অন্যতম জনবহুল শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব এই প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে।

ইয়েমেনির রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয়, তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ইসরায়েল-অধিকৃত সমগ্র অঞ্চলকে আক্রমণ করবে। তেল আবিব এই হামলার প্রাথমিক লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, ইয়েমেন ক্রমাগত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে এবং ইহুদি শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে।

হুথি উল্লেখ করেছেন, চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিচ্ছে।

তিনি গাজা-মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর এবং রাফাহ সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানানোর নিন্দা জানিয়ে বলেন, এটি গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘন, এই লঙ্ঘনে যুক্তরাষ্ট্র উৎসাহিত করছে।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের আচরণ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি মিশরীয় জাতি, সরকার এবং সেনাবাহিনীর জন্যও ভয়াবহ হুমকি।

সূত্র: প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ