• শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

জামালপুরের ১৭ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে রোজা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ মার্চ, ২০২৫
প্রতীকী ছবি

প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৭টি গ্রামে আজ শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে।

শুক্রবার এশার নামাজের পর তারাবি নামাজের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন তারা।

জেলার মেলান্দহ উপজেলার রামভদ্রা, ইসলামপুরের সাপধরীর, পশ্চিম মন্ডলপাড়া, সরিষাবাড়ির বলারদিয়া, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ১৬টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা রেখেছে।

এ রোজা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সরিষাবাড়ির বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

তিনি জানান, অনেক দিন আগে থেকেই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ এলাকার অন্তত ১৬ গ্রামের মানুষ রোজা রাখে। এরই ধারাবাহিকতায় এ বছরও রোজা রাখা হয়েছে।

সরিষাবাড়ির বলারদিয়ার জামে মসজিদের খতিব আরও বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয়, সেহেতু ঈদ করলে দোষের কী। তাই সৌদির সঙ্গে মিল রেখে রোজা ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ