• সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

রোজার শুরুতেই ডাবল সেঞ্চুরী হাকলো লেবু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ মার্চ, ২০২৫
ছবিঃ সংগৃহীত

রোজার শুরুতেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সাধারণত রোজার সময় চাহিদা বেশি থাকে। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং সয়াবিন তেলের সংকট নিয়েও অভিযোগ উঠেছে।

রবিবার (২ মার্চ) জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের লেবু বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, মাঝারি আকারের লেবু ২০০ টাকা এবং বড় আকারের লেবু ২২০ টাকায়। অন্যদিকে, সবজি কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে, এবং মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। যেমন, সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা এবং লাল মোরগ ৬০০ থেকে ৬৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

ফজলু মিয়া নামের একজন ক্রেতা জানান, “রোজার একদিন আগেই বাজারে যেন আগুন লেগেছে। সয়াবিন তেল বাজার থেকে উধাও, আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।”

সবজি ব্যবসায়ী শেরন ভাণ্ডারি বলেন, “লেবুর সংকট থাকায় আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়েছে, তার মধ্যে যাতায়াত খরচও রয়েছে, এজন্য লেবুর দাম বেশি। তবে অন্যসব সবজির দাম বাড়েনি।”

পাইকারি বিক্রেতা রমিজ আলী জানান, “আমাদের কাছ থেকে কম দামে কিনে আড়তদাররা বেশি দামে বিক্রি করে, যার ফলে দাম বেড়ে যায়।”

এদিকে, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কিছুদিন ধরে সভা ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার তদারকি করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ