• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে দুই দিনের মধ্যে: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ মার্চ, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই।  সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে।  এটা অস্বীকার করার কিছু নেই।  আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

সোমবার (৩ মার্চ) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পামওয়েল তেল সরকার নির্ধারিত দামের থেকে ২৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে।  আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল।  বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে ও বেড়েছে।  আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে।

এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।  আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ