• সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

সাবেক শিল্পমন্ত্রীর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ মার্চ, ২০২৫

সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক এবং মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা মোট ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রোববার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, আমীর হোসেন আমুর নামে ১৫টি, তার স্ত্রী সাঈদা হকের নামে ১৩টি, মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি এবং তাদের সংশ্লিষ্ট জেরিকো কোম্পানির একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

গোপন সূত্রের বরাত দিয়ে দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তারা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনা করছেন। ফলে, অবৈধভাবে অর্জিত এসব অর্থ যাতে উত্তোলন বা স্থানান্তর করা না যায়, সে জন্যই আদালতের এই আদেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ