• সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ঈদকে সামনে রেখে রোমানিয়া টুপি তৈরিতে ব্যস্ত ফুলবাড়ীর নারীরা সাতক্ষীরায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস সাতক্ষীরা সীমান্তে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ আটক -১ পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও সহজ করবে ভ্রমণিকা মোবাইল অ্যাপ মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক শিল্পা মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন শাহরুখের সঙ্গে সিনেমা করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী ভলকার তুর্কের বক্তব্য নিয়ে আইএসপিআরের বিবৃতি অনিয়মের অভিযোগে ৭ মাসে ১২ জনকে চাকরিচ্যুত, বরখাস্ত ৮৪ জন পোশাকশ্রমিকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ, আন্দোলন প্রত্যাহার

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ, আন্দোলন প্রত্যাহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের বিক্ষোভে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে সোমবার (১০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে। এ ছাড়া আমরা নিশ্চিত করেছি দোষীদের আইনের আওতায় আনা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে বনানীসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ