• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ধুম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করে নির্বাচন কবে হবে, কীভাবে হবে, যা মোটেও কাম্য না।

বুধবার রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবির মোড়ের একটি হোটেলে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলাভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি। এখনো ধৈর্যের সঙ্গে সবকিছু অবলোকন করছি। একটি মহল চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু বিএনপি সরকারে না থেকেও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করছে।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ