• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও গুতেরেস দুর্বৃত্তায়ন ঘটিয়ে সমাজকে পচা গলিত দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে: রিজভী শান্তিচুক্তি করে দীর্ঘদিনের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান রাজশাহীতে দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার ইউরোপের আশ্রয় আইন কঠিন হচ্ছে আফ্রিকায় পুনর্বাসন করতে চায় ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: এপি বাবা-মায়ের কবরের পাশে দাফন সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের নাটোরের সিংড়ায় এলজিইডির প্রকৌশলীর কাছে পাওয়া গেল ৩৭ লাখ টাকা খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে যাচ্ছে মিয়ানমারে ১০ লাখ মানুষ কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার

কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহীত

কক্সবাজার নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে করে কক্সবাজারে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। তারপর সেখান থেকে গুতেরেস সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে গুতেরেসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়েছে, মহাসচিব গুতেরেস চলে যাওয়ার পর কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দু্ইটি সাইট পরিদর্শন করেন মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরের কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানিয়েছে, এই বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ চলতি ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

২০১৫ সালে দেশের পর্যটন নগরীর এই বিমানবন্দরটি আন্তজার্তিক মানে উন্নীত করার কাজ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো ৬ হাজার ৭৭৫ ফুট রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করতে ব্যয় হচ্ছে এক হাজার ৯০০ কোটি টাকা।

পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ