রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দলের কর্মী গানিউল ইসলাম নিহতের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি তানোর পৌরসভার সাবেক মেয়র। এছাড়া তানোরের পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজশাহীতে দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ-সহ তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র পরিপন্থি সু-নির্দিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে একটি সভার আহবান করা হয়।
রাজশাহীতে অনুষ্ঠিত উক্ত সভায় বিগত আ’লীগ সরকার আমলে বারংবার নির্যাতিত ও একাধিকবার জেল-হাজত খাটা জেলা বিএনপি’র আহ্বায়ক ও ত্যাগী নেতা আবু সাইদ চাঁদ , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং জেলার সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে উক্ত দুই নেতাকে প্রাথমিক ভাবে সদস্য পদ-সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার আদেশ বহাল করেন। এদিকে উক্ত ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে দলের নীতি নির্ধারকদের বক্তব্য, আগামী সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে দলকে সু-সংগঠিত রাখতে হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী যত বড় নেতাই হোক না কেন, তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।
এ বিষয়ে কথা বলতে আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।