তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী আন্তর্জাতিক জোট বুধবার অভিযোগ করেছে যে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় জিহাদিদের ছাড় দিচ্ছেন। খবর এএফপি’র।
ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জেনারেল ফেলিক্স গেডনি সাংবাদিকদের বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে জিহাদিরা সিরিয়া সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় কোনো ধরনের বাধা ছাড়াই প্রবেশ করছে। এতে এটাই প্রতীয়মান হচ্ছে যে সিরিয় সরকার দেশটির অভ্যন্তরে আইএস জঙ্গিদের পরাস্ত করতে অনিচ্ছুক অথবা অসমর্থ।’
তিনি জানান, সিরিয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আইএস জিহাদিদের পিছু নেয়ার কোনো পরিকল্পনা জোটের নেই। এসব এলাকায় আইএস জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি।