• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

রায়ের অনুলিপি আজও পাচ্ছে না খালেদার আইনজীবীরা

আপডেটঃ : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের অনুলিপি রবিবারও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
রবিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞা জানান, রায়ের অনুলিপি কখন দেয়া হবে, তা আদালতের কাছে জানতে চেয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালতের পেশকার আমাদের জানিয়েছেন- আজ (রবিবার) রায়ের অনুলিপি পাওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল রায়ের অনুলিপি পাওয়া যেতে পারে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ের পরই আইনজীবীরা সত্যায়িত অনুলিপি চেয়ে আদালতে আবেদন করেন। আইন বিশেষজ্ঞরা জানান, আইনানুযায়ী সম্পূর্ণ রায় প্রস্তুত করেই বিচারককে প্রকাশ্য আদালতে ঘোষণা ও তাতে স্বাক্ষর করতে হয়। সেই হিসাবে দ্রুতই রায়ের অনুলিপি পাওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ