• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছেন সন্ধ্যায় চীনের পালটা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাজধানীতে ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে আত্মরক্ষার জন্য: পেজেশকিয়ান আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশি রোগী টানতে চীনের পর থাইল্যান্ড, ইরান ও মালয়েশিয়াও আগ্রহী সৌদিতে গ্রেফতার ১০ প্রবাসী জেল খেটে দেশে ফিরলেন ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ নিয়ে প্রেস সচিব যা বললেন

সাবেক মন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন অর্থাৎ মোট ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ