বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নাশকতার পাঁচ মামলায় জামিন দিয়েছে হাইকোর্টে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ তার ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলায় খায়রুল কবির খোকনকে আসামি করা হয়। আজ তিনি আদালতে আত্মসমপর্ণ করে আগাম জামিন চান।
তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।