বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চার মাসের জামিন আদেশের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচার বিভাগ স্বাধীন। সরকার বিচার কাজে কোনো হস্তক্ষেপ করে না তা এই আদেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে।’
সোমবার দুপুরে সচিবালয়ে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া কবে ছাড়া পাবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের আদেশের কপি জেলখানায় যাওয়ার পরই কারাগার থেকে তিনি মুক্তি পাবেন। তবে দেখার বিষয় আদালতের আদেশটি ছোট না বড়?’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে ৫ বছরের সাজাপ্রাপ্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত এক মাসের অধিকসময় তিনে জেলে বন্দী জীবন কাটাচ্ছেন।