• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

পুলিশের উপর মাদক সিন্ডিকেটের হামলার ঘটনায় ৯ জনের নামে মামলা

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের মোল্লাহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ সদস্য হামলা ওমারপিটের ঘটনায় মাদক সিন্ডিকেটের প্রধানসহ ৯ জনের নামে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে মোল্লাহাটে থানায় দায়েরকৃত মামলায় সরকারী কাজে বাধাদান ও পুলিশকে মারপিট করার অপরাধে গাড়ফা এলাকার আজহার আলীর ছেলে মাদক সিন্ডিকেটের প্রধান সানিকে প্রধান আসামী করা হয়েছে। পুলিশ এই মামলায় এজহারভূক্ত আসামী মাদক বিক্রেতাকামরুল ইসলাম শুভ (২৭) নামে একজনকে আটক করেছে। অটক শুভ উপজেলার গাড়ফা গ্রামের হোচেন আলী শেখ ওরফে হোচেন পুলিশের ছেলে। এজাহার ভুক্ত ওই আসামীর নামে মোল্লার হাট থানায় চুরি ছিনতাই সহ একাধীক মামলা রয়েছে বলে জানা গেছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম বলেন, সোমবার দুপুরে মোল্লাহাট উপজেলা সদর হাসপাতালের মোড়ে মাদক বিক্রেতাদের ধরতে গেলে মাদক বিক্রেতারা প্রকাশ্য দিবালোকে এএসআই রাসেল রানা এবং কনস্টেবল পুলক বিশ^াসকে  মারধর করে পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এঘটনা পর পুলিশ সোমবার রাতে মাদক সিন্ডিকেটের প্রধান সানিসহ ৯ মাদক বিক্রেতার নামে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম শুভ (২৭) নামে এক এজহারভূক্ত আসামীকে আটক করেছে। অন্য আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ