সিরাজগঞ্জ প্রতিনিধি॥
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ পৌরসভার জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক শিক্ষা কেন্দ্রে জিআইজেড ্এর অর্থায়নে ও ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এবং মানবমুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন জবপড়াবৎু ড়ভ ডঅঝঐ, ঈযরষফ চৎড়ঃবপঃরড়হ, ধহফ ঊফঁপধঃরড়হ ওহভৎধংঃৎঁপঃঁৎব যিরষব ঝঃৎবহমঃযবহরহম ঊসবৎমবহপু চৎবঢ়ধৎবফহবংং ংশরষষ রহ ঋষড়ড়ফ অভভবপঃবফ অৎবধং নামক নতুন একটি প্রকল্পের প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রেরণামূলক উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অবহিত করণ সভায় আরো উপস্থিত ছিলেন জিআইজেট এর রাজশাহী বিভাগীয় সিনিয়র এ্যাডভাইজার এনামুল হক, জিআইজেট এর এ্যাডভাজার অতিয়ার রহমান, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার জেসমিন হোসেন, সিরাজগঞ্জ পৌসভার প্যানেল মেয়র, হেলাল উদ্দিন, প্যানেল মেয়র রুমানা রেশমা, সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান অব্দুল আজিজ মন্ডল ও ইতী রানী ঘোষ, পৌর সভার কাউন্সিলর ময়দান আলী খান, পৌরসভার সচিব লুৎফর রহমান, সমাজ (বস্তি) উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিব উল্লাহ বাহার, পরিচালক কর্মসূচি মোঃ রফিকুল ইসলাম খান, এ্যাডমিন ম্যানেজার মোতাহের হোসেন, প্রকল্প ম্যানেজার মোঃ হামিদুল ইসলাম ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মোঃ রফিকুল ইসলাম সোহেল খান এর এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিব উল্লাহ বাহার। তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রকল্পের কাজকে সফল ভাবে বাস্তবায়ন করার জন্য উপস্থিত সকলকে স্বাগত জানান এং সকলের সহযোগীতা কামনা করেন। অবহিতকরণ সভায় প্রকল্পের কাজ এর উপর পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন মুনিরা সুলতানা।
উক্ত উপস্থাপনায় দেখা যায়, এই প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ পৌরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ড ও সায়দাবাদ ইউনিয়নে গত ২০১৭ সালের বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, ক্ষতিগ্রস্থ পায়খানা ও টিউবওয়েল মেরামত, ক্ষতিগ্রস্থ স্কুল মেরামত, স্কুলে স্বাস্থ্য সম্মত পায়খানা, সুপেয় পানি নিশ্চিতকরণ, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও প্রতিবন্ধী শিশু ও বয়ষ্ক ব্যক্তিদের উপযোগী পায়খানা নির্মাণ, নারী ও কিশোরীদের জন্য গোসলখানা নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও ভবিষ্যৎ ঝুঁকির মোকাবেলা করার সক্ষমতা তৈরীর লক্ষ্যে কাজ করবে। উপস্থিত সকলেই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করে প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি, কর্ম এলাকা ও উপকার ভোগী নির্বাচন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন এবং দুই মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য সার্বিক সহায়তার আশ^াস প্রদান করেন। পরিশেষে প্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রকল্প বাস্তব্য়নের সাথে সম্পৃক্ত সকলের শুভ কামনা করে পৌরসভার সকল দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ^াস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।