ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ইসলামপুর বাটার গেট এলাকায় কাভার ভ্যান- লেগুনা মুখোমুখি সংঘর্ষে লেগুনার ৮ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। এতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা যানজটের কবলে পড়েছে বলে জানাযায়। বুধবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন মোঃ রাশেদুল ইসলাম(২৭) মোঃ আরাফাত হোসেন (২৯) মোঃ আসলাম হোসেন (৩৫), মোঃ রুবেল(৩০)।
এই দুর্ঘটনার কারণে ইসলামপুর থেকে শুরু করে প্রায় বারবারিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার যানজট কবলে পড়েন যাত্রীরা। এতে পায়ে হেঁটে গন্তব্য স্থানে পৌছাতে হয় অনেক আফিসের লোক জনের। এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার ভ্যান অপর দিক নবীনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা ইসলামপুর বাটার গেট এলাকায় পৌঁছালে কাভার ভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ৮ জন যাত্রী আহত হন। আহত দুই জনকে গুরুত্বর বেশি হওয়ায় তাদেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।