• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ পৌরসভায় ব্র্যাক ইউডিপি’র উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে লাইভলিহুড সহায়তা উপকরণ বিতরণ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
গতকাল ১৫ ই মার্চ সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে সিরাজগঞ্জ পৌরসভার সহযোগীতায় ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর উদ্যোগে পৌরসভার বিভিন্ন কমিউনিটির দরিদ্র মানুষের মাঝে তাদের জীবনমান উন্নয়ের লক্ষ্যে লাইভলিহুড সহায়তা উপকরণ বিতরণ করা হয়। এর আওতায় প্রাথমিকভাবে পৌরসভার ১৫ টি কমিউনিটির ৬০ টি পরিবারকে তাদের প্রয়োজন বিবেচনা করে টেইলরিং ব্যবসা, মুদি দোকান, চা স্টল, কাপড় ব্যবসা, চানাচুর ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে সহযোগীতার জন্য সেলাই মেশিন, কাপড়, চাঊল, আটা, ময়দা, চিনি, তেল, টি ব্যাগ, বিস্কুট ইত্যাদি পন্য সামগ্রী দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র সৈয়দ আব্দুর রঊফ মুক্তা। তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে পৌরসভা এবং উন্নয়ন সংস্থা ব্র্যাক নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি নাগরিক জীবনের উন্নয়নে জন সাধারণকেও নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভুমিকা রাখার আহ্বান জানান। তিনি ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) কে এমন সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহোযোগীতার আশ^াস প্রদান করেন। পাশাপাশি সুবিধাভোগী জনগোষ্ঠীকে প্রাপ্ত সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে তাদের জীবনমানের উন্নয়নের আহবান জানান। সিরাজগঞ্জ পৌরসভার সচিব লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম শাহ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মোঃ গোলাম মোস্তফা- প্যানেল মেয়র ২, সেলিম আহমেদ-কাউন্সিলর ৫নং ওয়ার্ড। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর ফিল্ড কোঅর্ডিনেটর তাহছিন নূরী খোকন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল হোসেন- কাউন্সিলর ১০নং ওয়ার্ড, এস.এম শাহাদাৎ হোসেন – কাউন্সিলর ৬নং ওয়ার্ড, ইয়ার আলী- কাউন্সিলর ৮নং ওয়ার্ড, সালমা খাতুন-সংরক্ষিত কাউন্সলির ৪,৫,৬ নং ওয়ার্ড,  ব্র্যাক এর এরিয়া ম্যানেজার (দাবি) মিজানুর রহমান, মনিটরিং অফিসার (ইউডিপি) দীপক চক্রবত্তী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ