• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

রাষ্ট্রীয় শোকে চাঁপাইনবাবগঞ্জ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে অন্যান্য স্থানের মত চাঁপাইনবাবগঞ্জেও। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, উপজেলা পরিষদ, পৌর সভাসহ নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বুকে ধারণ করা হয় কালো ব্যাজ।
বিমান দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং বুধবার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসে বৃহস্পতিবার এ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেন। পরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় ইউএস বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে দেশি-বিদেশি ৫১ জন নিহত হয়েছেন। নিহত আরোহীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে ১৫ মার্চ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা হয়। বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার ওই বিমানটিতে ৬৭ যাত্রী ও চার ক্রু ছিলেন। তাদের মধ্যে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া বিমানটিতে থাকা ৩২ বাংলাদেশি যাত্রীর মধ্যে ১০ জন বেঁচে রয়েছেন বলে নিশ্চিত করেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ