সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ শীর্ষক শ্লোগানে নাটোরের সিংড়ায় বিশ^ ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
র্যালি শেষে উপজেলা কৃষি ভবন হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া প্রেসক্লাব ও উপজেলা ক্যাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা,সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।